বিশেষ নির্দেশনা
১. নিয়মিত উপস্থিতি গুরুত্বপূর্ণ এবং অবশ্য কর্তব্য।
২. জরুরী কারণে কোন শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকিলে অবশ্যই অবহিত করিতে হইবে এবং উক্ত ক্লাসের কাজ নিজ দায়িত্বে আদায় করে নিতে হবে।
৩. একাধারে কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকিলে কোর্সের অসমাপ্তির আর্ট সেন্টার দায়ী নয়।
৪. প্রথম ও দ্বিতীয় কোর্সে মোট দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যক।
৫. বর্ষ শেষে গড়ে ফাইনাল পরীক্ষার ফল অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হবে।
৬. প্রতিমাসের বেতন মাসের প্রথম সপ্তাহে (১০ তারিখের মধ্যে) পরিশোধ করিতে হইবে।
৭. চারু ও কারুকলা ক্লাসের ব্যবহার সামগ্রী সঙ্গে আনিতে হইবে এবং নিজ দায়িত্বে রাখিবে।
৮. কোর্স চলা কালীন কোন মাসে ক্লাস আংশিক বা পূর্ণ মাস ক্লাসে অনুপস্থিত থাকিলেও মাসের বেতন দিতে হইবে।
৯. ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহী ও মনোযোগী হইতে হইবে।
১০. ক্লাসের নির্ধারিত সময় পরিবর্তন ও পরিবর্ধন হইতে পারে এবং আর্ট ও রঙ করার ক্ষেত্রে ক্লাস সল্প বা দীর্ঘায়িত হইতে পারে।